top of page

Thanks for submitting!

Drill Bit Geometry: that you need to know


Straight Shank Twist Drill Bit

General Twist Drill Bit Geometry: (Straight Shank)


Diameter: ডায়ামিটার যে কোন ড্রিল বিটের বেসিক জিওমেট্রিক ফিচার। ড্রিল বিট সাধারনত স্ট্যান্ডার্ড ডায়ামিটারের হয়ে থাকে। মিলি মিটার এবং ইঞ্চি উভয় সাইজের ড্রিল বিট পাওয়া যায়।


Overall Length: Please see the picture above.


Body Length: ড্রিল বিটের স্যাঙ্ক এর নীচ থেকে মেইন কাটিং এজের বাহিরের কর্নার পর্যন্ত লেন্থ কে বডি লেন্থ বলা হয়।


Shank Length: Please see the picture above.

Shank Diameter: স্ট্রেইট স্যাঙ্ক ড্রিল বিটের ক্ষেত্রে ড্রিল বিটের বডি ডায়ামিটার এবং স্যাঙ্ক ডায়ামিটার একই হয়ে থাকে।


Tip Length/ Height of Point: ড্রিল বিটের মাথা থেকে মেইন কাটিং এজের বাহিরের কর্নার পর্যন্ত এক্সিস বরাবার দুরুত্ব কে টিপ লেন্থ বা হাইট অফ পয়েন্ট বলে।


Functional Length: বডি লেন্থ এবং স্যাঙ্ক লেন্থ একত্রে ফাংশনাল লেন্থ । ড্রিল বিটের স্পেসিফিকেশনে ফাংশনাল লেন্থ ই উল্লেখ করা থাকে।


Length to Diameter Ratio or L/D ratio: যে কোন ড্রিলিং কাজের জন্য বিশেষ করে ডীপ ড্রিল করার সময় বিট সিলেকশন করার ক্ষেত্রে আমাদের এই রেশিও হিসাবে রাখতে হবে।


Helix Angle: সাধারন ড্রিল বিটের হেলিক্স এঙ্গেল ৩০ ডিগ্রি হয়ে থাকে। তবে তা ক্ষেত্র বিশেষে ০ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি হতে পারে। যেমনঃ স্ট্রেট ফ্লুট ড্রিল বিটের হেলিক্স এঙ্গেল ০ ডিগ্রি।


Point Angle: ড্রিল বিটের মাথায় দুইটি কাটিং এজ যে কোন তৈরি করে সেটাই পয়েন্ট এঙ্গেল । এটাকে মেইন কাটিং এজ এঙ্গেল ও বলা হয়। পয়েন্ট এঙ্গেল ড্রিল বিটের খুবই গুরুত্বপূর্ণ ফিচার। এর মান সাধারনত ১১০ ডিগ্রি থেকে ১৩৫ ডিগ্রি হয়ে থাকে।


Chisel Edge Angle: Please see the picture above.


Chisel Edge Length / Web Thickness: চিজেল এজ লেন্থ বা ওয়েব থিকনেস ড্রিল বিটের মাথার এমন একটি অংশ যা আসলে ম্যাটেরিয়াল রিমুভের কাজে আসে না। তাই এর নাম যত কম হয় ড্রিল বিট তত বেশী এনার্জি ইফিশিয়েন্ট হয়।


Land Width: Please see the picture above.


Flute Width: Please see the picture above.


Margin Width: ক্লিয়ারেন্সের জন্য ল্যান্ডের কিছু অংশ মেশিনিং না করে রেখে দেওয়া হয়। এই অংশকেই মার্জিন বলে। সাধারনত ড্রিল বিটে একটি মার্জিন থাকে, তবে বিশেষ ক্ষেত্রে দুইটি বা তিনটি মার্জিন ও থাকতে পারে।

Depth of Body Clearance: ড্রিল বিটের ল্যান্ডের কিছু অংশ মেশিনিং করে ক্লিয়ারেন্স তৈরি করা হয় যাতে তা ওয়ার্কপিসের হোলের গায়ে ঘষা না খায়। এই ক্লিয়ারেন্সের মান ডেপথ অফ বডি ক্লিয়ারেন্স।



Taper Shank Drill Bit

For Taper Shank Drill Bit:

Neck Length: Please see the picture above.

Taper Shank Morse Number: Please see Morse Taper Shank.

Tang size: please see Tang chart.



Reduced Shank Drill Bit

For Reduced shank Drill Bit:

Diameter of Shank: বড় ডায়ামিটারের ড্রিল বিটের ক্ষেত্রে অনেক সময় ব্যবহারের সুবিধার্থে স্যাঙ্ক এর ডায়ামিটার ড্রিল বিটের ডায়ামিটার থেকে কম রাখা হয়।

Recent Posts

See All
কাটিং টুলসঃ কোটিং ম্যাটেরিয়াল

কাটিং টুলের কার্যকারিতা এবং লংজিভিটি বাড়ানোর জন্য সিরামিক ম্যাটেরিয়ালের কোটিং ব্যবহার করা হয়ে থাকে। হাই স্পিড স্টিল এবং কার্বাইড দুই...

 
 
 
কাটিং টুলসঃ ম্যাটেরিয়াল

১। হাই স্পিড স্টিল: HSS হাই স্পিড স্টিল বিশেষ ধরনের টুল স্টিল বা এলোয় স্টিল যার হার্ডনেস স্টিলের মধ্যে সবচেয়ে বেশী এবং উচ্চ তাপমাত্রা এবং...

 
 
 

Comments


bottom of page