Understanding Drill bit specification
- ricoindustrialbd
- Jan 7, 2020
- 3 min read
Updated: Jan 10, 2020

যে কোন ড্রিল বিটের স্পেসিফিকেশনে অনেকগুলো ইনফরমেশন দেওয়া থাকে যা দেখে আমাদের ড্রিল বিট সিলেকশন করতে হবে যাতে করে ইফিশিয়েন্টলি এবং ইকনোমিকালি কাজ করা যায়। এখানে ড্রিল বিট স্পেসিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হলঃ
ড্রিল বিট টাইপঃ (Drill Bit Type)
ড্রিলিং কাজে বিভিন্ন ধরনের ড্রিল বিট ব্যবহার করা হয়। তাই ড্রিল বিট স্পেসিফিকেশনে প্রথমেই উল্লেখ থাকে এটা কোন ধরনের ড্রিল বিট। তবে মেটাল ওয়ার্কিং কাজে ব্যবহৃত সবচেয়ে কমন ড্রিল বিট হল টুইস্টেড জবার লেন্থ ড্রিল বিট। বিভিন্ন ধরনের ড্রিল বিট সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ভিজিট করুন।
ড্রিল বিট সাইজ ইউনিটঃ (Drill bit size Unit)
ড্রিল বিট স্পেসিফিকেশন বর্ণনা করার জন্য বিশ্বব্যাপী বেশ কয়েকটি একক ব্যবহার করা হয়। একক গুলো হলঃ
১। ইংলিশ বা ফ্রাকশনাল – ইঞ্চি ড্রিল বিট সাইজ। উদাহরনঃ ১/১৬ ড্রিল বিট।
২। ম্যাট্রিক ড্রিল বিট সাইজ। উদাহরনঃ ১০ মিমি. ড্রিল বিট।
৩। নাম্বার গেজ এন্ড লেটার সাইজ ড্রিল বিট। উদাহরনঃ #৩০ ড্রিল বিট।
যে কোন ড্রিল বিটের সাইজ বোঝার জন্য আমাদের প্রথমেই দেখতে হবে এটি কোন এককে বর্ণনা করা হয়েছে।
ড্রিল বিট সাইজঃ (Drill Bit Size)
Diameter: সাধারনত যে কোন ড্রিল বিট বিশেষ করে টুইস্ট ড্রিল বিট ষ্ট্যাণ্ডার্ড ডায়ামিটারের হয়ে থাকে এবং এর স্পেসিফিকেশনে যে কোন একটি এককে তা উল্লেখ করা থাকে। ড্রিল বিটের গায়েও সাধারনত ডায়ামিটার সাইজ লেখা থাকে। যেমনঃ ১/১৬ ড্রিল বিট, #৩০ ড্রিল বিট বা ১০ মিমি. ড্রিল বিট। যদি ড্রিল বিটের সাইজ একটি এককে দেওয়া থাকে কিন্তু কাজের সুবিধার্থে অন্য এককে সাইজ জানা প্রয়োজন হয় তাহলে আমরা ড্রিল বিট সাইজ ইকুইভালেন্ট চার্ট ব্যবহার করে তা বের করতে পারি।
Overall Length and Flute length: স্টান্ডারড টুইস্ট ড্রিল বিটের ক্ষেত্রে, স্পেসিফিকেশনে সাধারনত বিটের ডায়ামিটার উল্লেখ করা থাকে। সেক্ষেত্রে আমরা ড্রিল বিট সাইজ চার্ট থেকে যে কোন ডায়ামিটারের ড্রিল বিটের অভারওল লেন্থ এবং ফ্লুট লেন্থ বের করতে পারি। যেমনঃ
১। স্ক্রু মেশিন ( এস/এম ) বা স্টাব ড্রিল বিট ষ্ট্যাণ্ডার্ড সাইজ চার্ট।
২। জবার লেন্থ ড্রিল বিট ষ্ট্যাণ্ডার্ড সাইজ চার্ট।
বিবেচ্য ড্রিল বিট টি যদি ষ্ট্যাণ্ডার্ড না হয়ে থাকে তাহলে স্পেসিফিকেশনে অভারওল লেন্থ এবং ফ্লুট লেন্থ বলা থাকবে। অথবা ড্রিল বিট ম্যানুফেকচারার ক্যাটালগে যে সাইজ চার্ট সরবরাহ করে সেখান থেকে বের করা যেতে পারে।
আরও কিছু জিওমেট্রিকাল স্পেসিফিকেশন যা বিবেচনায় রাখতে হবেঃ
১। ড্রিল বিটে ফ্লুটের সংখ্যাঃ সাধারনত ফ্লুট সংখ্যা দুইটি হয় তবে বিশেষ ক্ষেত্রে তিন বা চারটি ফ্লুট থাকতে পারে।
২। পয়েন্ট বা কাটিং এঙ্গেলঃ লোও পয়েন্ট এঙ্গেল ১১৮ ডিগ্রি এবং হাই পয়েন্ট এঙ্গেল ১৩৫ ডিগ্রি হয়ে থাকে।
৩। হেলিক্স বা রেক এঙ্গেলঃ সাধারনত হাই( ৪০ ডিগ্রি), ষ্ট্যাণ্ডার্ড(৩০ ডিগ্রি), লো (১২ ডিগ্রি) এবং স্ট্রেইট ফ্লুট ( ০ ডিগ্রি) এই চার ধরনের ড্রিল বিট হয়ে থাকে।
৪। পয়েন্ট টাইপঃ ষ্ট্যাণ্ডার্ড, স্প্লিট পয়েন্ট বা হেলিকাল পয়েন্ট হতে পারে।
৫। স্যাঙ্ক টাইপঃ ড্রিল বিটে বিভিন্ন ধরনের স্যাঙ্ক থাকতে পারে যেমনঃ স্ট্রেইট, টেপার, হেক্সাগোনাল ইত্যাদি। এখানে স্যাঙ্ক টাইপ সম্পর্কে বিস্তারিত দেখুন।
অন্যান্য স্পেসিফিকেশনঃ
ড্রিল বিট রোটেশন ডিরেকশনঃ ড্রিল বিট সাধারনত রাইট হ্যান্ডেড হয়ে থাকে তবে বিশেষ ক্ষেত্রে লেফট হ্যান্ডেড ও হতে পারে।
কুল্যান্ট ফিডঃ ড্রিল বিটে থ্রু হোল কুল্যান্ট ফিড থাকলে তা উল্লেখ করা থাকবে।
ড্রিল বিট কনস্ট্রাকশন টাইপঃ ড্রিল বিটে কয়েক ধরনের কনস্ট্রাকশন হয়ে থাকে। যেমনঃ সলিড, হোল্ডার এন্ড ইন্সার্ট, হেড ইন্সার্ট, কার্বাইড টিপড ইত্যাদি। ড্রিল বিট কনস্ট্রাকশন সম্পর্কে বিস্তারিত জানুন।
ড্রিল বিট ম্যাটেরিয়াল এবং ম্যাটেরিয়াল গ্রেডঃ ড্রিল বিট কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তা উল্লেখ থাকে । যেমনঃ হাই স্পিড স্টিল, কার্বাইড, সিবিএন, পিসিডি ইত্যাদি। প্রতিটি ম্যাটেরিয়ালের আবার অনেকগুলো গ্রেড আছে । তাই ম্যাটেরিয়ালের নামের সাথে সাথে গ্রেড ও উল্লেখ করা থাকে। কাটিং টুল ম্যাটেরিয়াল সম্পর্কে বিস্তারিত জানুন।
কোটিং এবং কোটিং টাইপঃ ড্রিল বিটের বেজ ম্যাটেরিয়ালের উপর অনেক সময় সিরামিক কোটিং থাকে। সেক্ষেত্রে কি ধরনের কোটিং আছে তা উল্লেখ করা থাকবে। কোটিং ম্যাটেরিয়াল সম্পর্কে বিস্তারিত জানুন।
কাটিং এপ্লিকেশনঃ বিবেচ্য ড্রিল বিটটি কি কি ধরনের ম্যাটেরিয়ালে ড্রিলিং কাজের উপযোগী তা অনেক সময় উল্লেখ করা থাকে।
এছাড়াও, স্পেসিফিকেশনে ম্যানুফেকচারার নেইম, কান্ট্রি অফ অরিজিন, মডেল নাম্বার, ওয়েট, স্পেসিয়ালিটি, প্যাকেজিং ইত্যাদি ইনফরমেশন থাকতে পারে।
Commentaires