কাটিং টুলসঃ কোটিং ম্যাটেরিয়াল
- ricoindustrialbd
- Jan 7, 2020
- 1 min read
কাটিং টুলের কার্যকারিতা এবং লংজিভিটি বাড়ানোর জন্য সিরামিক ম্যাটেরিয়ালের কোটিং ব্যবহার করা হয়ে থাকে। হাই স্পিড স্টিল এবং কার্বাইড দুই ধরনের কাটিং টুলেই (সলিড বা ইন্সার্ট) কোটিং হতে পারে। আবার যে কোন কোটিং সিঙ্গেল লেয়ার বা মাল্টি লেয়ার হতে পারে।নিম্নে বিভিন্ন ধরনের কোটিং সম্পর্কে ধারনা দেওয়া হলঃ
১। ব্রাইট ফিনিশঃ
আন কোটেড কাটিং টুলকে অনেক সময় ব্রাইট ফিনিশ কাটিং টুল বলা হয়ে থাকে। অর্থাৎ এতে বেজ ম্যাটেরিয়ালের উপর শুধুমাত্র পলিশিং করা হয়েছে কিন্তু কোন কোটিং করা হয়নি।
২। ব্লাক অক্সাইডঃ
এটি এক ধরনের সার্ফেস কনভার্সন কোটিং অর্থাৎ কাটিং টুলের সার্ফেস অক্সিডেশনের মাধ্যমে এই কোটিং করা হয়। সাধারনত HSS টুলে এই কোটিং করা হয় এবং আন-কোটেড টুল অপেক্ষা ৫০% বেশী লাইফ পাওয়া যায়।
৩। টাইটেনিয়াম নাইট্রাইড/ TiN:
টাইটেনিয়াম নাইট্রাইড এক ধরনের সিরামিক ম্যাটেরিয়াল যা উচ্চ মাত্রার ক্ষয় রোধী বৈশিষ্টের হয়ে থাকে। এর কোটিং দেওয়া টুল আন-কোটেড টুল অপেক্ষা দ্বিগুণ সময় লাস্টিং করে এবং উচ্চ মাত্রায় এব্রাসিভ এলিমেন্ট যুক্ত মেটালও এর সাহায্যে মেশিনিং করা যায়। এই কোটিং এর রং সোনালী হয়ে থাকে।
৪। টাইটেনিয়াম কার্বো নাইট্রাইড/ TiCN:
টাইটেনিয়াম কার্বো নাইট্রাইড কোটেড কাটিং টুলের পারফর্মেন্স টাইটেনিয়াম নাইট্রাইড কোটিং অপেক্ষা ভালো হয়ে থাকে। এই কোটিং এর রং নীলচে কালো হয়ে থাকে।
৫। টাইটেনিয়াম এলুমিনিয়াম নাইট্রাইড/TiAlN:
টাইটেনিয়াম এলুমিনিয়াম নাইট্রাইড কোটিং এর পারফর্মেন্স অন্যান্য কোটিং অপেক্ষা ভালো। বেগুনী-তামাটে মত রং দেখে এই কোটিং বোঝা যায়।
৬। এলুমিনিয়াম টাইটেনিয়াম নাইট্রাইড/ AlTiN :
এর কোটিং কালো রঙের হয়ে থাকে । এই কোটিং এর ক্ষয় রোধী পারফর্মেন্স সব থেকে ভালো।
৭। মাল্টি কম্পোনেন্ট কোটিং
TiN, TiAlN, and TiCN এর সাথে অন্যান্য সিরামিক ম্যাটেরিয়াল যেমন, TiSiN, TiSiCN, TiAlSiN, AlCrN, AlCrSiN, TiBN, CrN and ZrN ইত্যাদি মিক্স করে এই ধরনের কোটিং করা হয়ে থাকে।
৮। মাল্টি লেয়ার কোটিং
অনেক সময় বেজ ম্যাটেরিয়ালের উপর দুই বা ততোধিক লেয়ারে কোটিং করা হয়ে থাকে।
Comments