top of page

Thanks for submitting!

কাটিং টুলসঃ ম্যাটেরিয়াল

১। হাই স্পিড স্টিল: HSS

হাই স্পিড স্টিল বিশেষ ধরনের টুল স্টিল বা এলোয় স্টিল যার হার্ডনেস স্টিলের মধ্যে সবচেয়ে বেশী এবং উচ্চ তাপমাত্রা এবং ক্ষয়রোধী প্রকৃতির হয়ে থাকে। এতে সাধারনত .৭% হতে ১.৬৫% কার্বন থাকে এবং এর সাথে বিভিন্ন ধরনের কার্বাইড ফরমিং ইলিমেন্ট থাকে যেমনঃ টাংস্টেন, মলিবডেনাম, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, কোবাল্ট ইত্যাদি।সাধারনত বিভিন্ন ধরনের কাটিং টুল তৈরিতে এটি ব্যবহার করা হয়। হাই স্পিড স্টিল কাটিং টুল কোটেড বা আনকোটেড দুই ধরনের হয়ে থাকে।

এলয়িং এলিমেন্টের উপর ভিত্তি করে পাঁচ ধরনের হাই স্পিড স্টিল কাটিং টুল ম্যাটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয়।

১। টাংস্টেন হাই স্পিড স্টিলঃ এতে ৯%~১৮% টাংস্টেন থাকে। যেমনঃ T1, T15 । টাংস্টেন -হাই স্পিড স্টিল উচ্চ তাপমাত্রা ও ক্ষয়রোধী এবং করোশন প্রতিরোধী কিন্তু ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে। HRC 45~55.

২। টাংস্টেন – মলিবডেনাম হাই স্পিড স্টিলঃ এতে ৫%~১২% টাংস্টেন এবং ২%~৬% মলিবডেনাম থাকে।

৩। মলিবডেনাম হাই স্পিড স্টিলঃ এতে ৫%~১০% মলিবডেনাম এবং সর্বচ্চ ২% টাংস্টেন থাকে। যেমনঃ M1,M2, M7, M50.

৪। ভ্যানাডিয়াম হাই স্পিড স্টিলঃ সাধারনত হাই স্পিড স্টিলে ১%~২% ভ্যানাডিয়াম থাকে কিন্তু এতে ২.৫%~৫% ভ্যানাডিয়াম থাকে।

৫। কোবাল্ট-হাই স্পিড স্টিলঃ এই হাই স্পিড স্টিলে অন্যান্য এলিমেন্টের সাথে ৫% থেকে ৮% কোবাল্ট থাকে। যেমনঃ M35, M42.

HSS bars for cutting tool making
HSS Cutting tool ( Drill Bit) uncoated
HSS Cutting Tool Coated with TiN

২। কার্বাইডঃ (সলিড/ ইন্সার্ট)

কার্বাইড হল কার্বন এবং যে কোন মেটালিক এলিমেন্টের সমন্বয়ে তৈরি এক প্রকার যৌগিক পদার্থ , যেমনঃ ক্যালসিয়াম কার্বাইড, এলুমিনিয়াম কার্বাইড, টাংস্টেন কার্বাইড ইত্যাদি। কার্বাইড মূলত এক ধরনের সিরামিক পদার্থ যা উচ্চ তাপ এবং ক্ষয় রোধী, উচ্চ হার্ডনেস বিশিষ্ট কিন্তু ব্রিটল তথা ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে। সিন্টারিং পদ্ধতির মাধ্যমে কার্বাইড পাউডার থেকে কাটিং টুল তৈরি করা হয়। এক্ষেত্রে বাইন্ডার হিসাবে কোবাল্ট এবং নিকেল ব্যবহার করা হয়। এটি সিমেন্টেড কার্বাইড বা সিন্টারড কার্বাইড নামে পরিচিত। সিমেন্টেড কার্বাইড হাই স্পিড স্টিল অপেক্ষা অনেক বেশী হার্ডনেস বিশিষ্ট এবং উচ্চ তাপ এবং ক্ষয় রোধী হয়ে থাকে। কার্বাইড টুল কোটেড বা আনকোটেড দুই ধরনেরই হয়ে থাকে।কার্বাইড এলিমেন্ট এবং বাইন্ডার ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের সিমেন্টেড কার্বাইড কাটিং টুল তৈরি করা হয়ে থাকে । যেমনঃ

১। টাংস্টেন কার্বাইড কাটিং টুলঃ এতে ৯০% টাংস্টেন কার্বাইড এবং বাইন্ডার হিসাবে ১০% কোবাল্ট থাকে।

২। টাংস্টেন- টাইটেনিয়াম কার্বাইডঃ এক্ষেত্রে টাংস্টেন কার্বাইড এর সাথে ১০%~৩০% টাইটেনিয়াম কার্বাইড মিক্স থাকে।

৩। টাইটেনিয়াম কার্বাইডঃ এতে ৯০% টাইটেনিয়াম কার্বাইড এবং বাইন্ডার হিসাবে ১০% কোবাল্ট- নিকেল মিক্স থাকে।

৪। ট্যান্টালাম কার্বাইডঃ সাধারনত টাংস্টেন কার্বাইড মিক্স হিসাবে ব্যবহার করা হয়।

৫। মলিবডেনাম কার্বাইডঃ সাধারনত টাংস্টেন কার্বাইড মিক্স হিসাবে ব্যবহার করা হয়।

Solid Carbide Cutting tools
Carbide Inserts
Carbide Insert Cutting tools

৩। কিউবিক বোরন নাইট্রাইড বা CBN

এটা বোরন নাইট্রাইডের কিউবিক ফর্ম। ডায়মন্ডের পর এটাই সবচেয়ে হার্ড ম্যাটেরিয়াল। কার্বাইডের মত সিন্টারিং পদ্ধতিতে সিবিএন কাটিং টুল তৈরি করা হয়। এক্ষেত্রে সাধারনত টাইটেনিয়াম বেজড বাইন্ডার করা হয়। যেমনঃ বি ২৩( ৯০% সিবিএন + ১০% টাইটেনিয়াম বেজড বাইন্ডার)। সিবিএন কাটিং টুল ১। সলিড ইন্সার্ট এবং ২। ব্রেজড অন কার্বাইড ইন্সার্ট এই দুই রকম পাওয়া যায়।

CBN Inserts for Cutting tool

৪। পলি ক্রিস্টালাইন ডায়মন্ড বা PCD

অতি ক্ষুদ্র ডায়মন্ডের কনার লেয়ার টাংস্টেন কার্বাইড এর সাথে সিন্টারিং পদ্ধতিতে যুক্ত করে পিসিডি কাটিং টুল তৈরি করা হয়। এর হার্ডনেস যে কোন ম্যাটেরিয়াল অপেক্ষা বেশী এবং এক্সট্রিমলি ক্ষয়রোধী।

PCD brazed Carbide Insert

Recent Posts

See All
কাটিং টুলসঃ কোটিং ম্যাটেরিয়াল

কাটিং টুলের কার্যকারিতা এবং লংজিভিটি বাড়ানোর জন্য সিরামিক ম্যাটেরিয়ালের কোটিং ব্যবহার করা হয়ে থাকে। হাই স্পিড স্টিল এবং কার্বাইড দুই...

 
 
 

Comments


bottom of page