top of page

Thanks for submitting!

কাটিং টুলসঃ ড্রিল বিট পরিচিতি

Updated: Jan 7, 2020

মেটাল ওয়ার্কশপে বিভিন্ন কাজে অনেক ধরনের এবং সাইজের ড্রিল বিটের প্রয়োজন হয়। আমরা এখানে বিভিন্ন ধরনের ড্রিল বিট নিয়ে আলোচনা করব


ড্রল বিটের গঠন বা কনস্ট্রাকশন অনুসারেঃ

1. Solid Drill bit:

Solid Drill Bit

এ ধরনের ড্রিল বিট সম্পূর্ণ রূপে একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়ে থাকে। যেমনঃ সলিড এইচএসএস বা সলিড কার্বাইড ড্রিল বিট।



2. Indexable Insert Drill Bit:

Indexable insert Drill Bit

এ ধরনের ড্রিল বিটে কাটিং এজে ইন্ডেক্সেবল ইন্সার্ট লাগানো হয়। ফলে শুধুমাত্র ইন্সার্ট পরিবর্তন করে ড্রিল বিটটি পুনরায় ব্যবহার করা যায়।



3. Interchangeable Carbide head Drill Bit:

Interchangeable Carbide head Drill Bit

এই ড্রিল বিটের সম্পূর্ণ হেড পরিবর্তন যোগ্য কার্বাইডের তৈরি হয়ে থাকে। অর্থাৎ হেড নষ্ট হয়ে গেলে পরিবর্তন করে বিট পুনরায় ব্যবহার করা যায়।



4. Carbide Tipped Drill Bit:

Carbide Tipped Drill Bit

এই ধরনের ড্রিল বিটের স্যাঙ্ক অংশ হাই-কার্বন বা হাই- স্পিড স্টিলের তৈরি হয়ে থাকে কিন্তু ফ্লুট অংশ অধিকতর কার্যকর কার্বাইড ম্যাটেরিয়ালের হয়ে থাকে।





ড্রিল বিটের ফ্লুটের সংখ্যা এবং ডিজাইন অনুসারেঃ

1. Twist Drill Bits:

Twist Drill Bit

টুইস্ট ড্রিল বিট সবচেয়ে কমন ড্রিল বিট। অধিকাংশ ড্রিলিং কাজে এই ধরনের ড্রিল বিট ব্যবহার করা হয়। এই ধরনের ড্রিল বিটের ফ্লুট প্যাঁচানো বা টুইস্টেড হয়ে থাকে।




2. Straight Flute Drill Bit:

Straight Flute Drill Bit

এটি একটি বিশেষ ধরনের ড্রিল বিট যার ফ্লুট সাধারন ড্রিল বিটের মত প্যাঁচানো না হয়ে সোজা হয়ে থাকে।





3. 2/3/4 Flute Drill Bit:

Two Flute Drill Bit

কমন ড্রিল বিট যার ফ্লুট সংখ্যা দুই।






Three Flute Drill Bit

বিশেষ ধরনের ড্রিল বিট যার তিনটি ফ্লুট রয়েছে।



Four Flute Drill Bit

এটিও একটি বিশেষ ধরনের চার ফ্লুটের ড্রিল বিট।








ড্রিল বিটের লেন্থ এবং ডায়ামিটারের রেশিও অনুসারেঃ

1. Stub Drill Bit:

Stub Drill Bit

স্ট্যান্ডার্ড জবার ড্রিল বিট থেকে লম্বায় অনেকটা ছোট ড্রিল বিট স্টাব ড্রিল বা এস/এম ড্রিল বিট নামে পরিচিত। এদের স্যাঙ্ক সাইজ এবং ফ্লুট সাইজ প্রায় সমান হয়ে থাকে।





2. Jobber Lenght Drill Bit:

Jobber Lenght Drill Bit

স্ট্যান্ডার্ড সাইজ ড্রিল বিট জবার ড্রিল বিট নামে পরিচিত। এগুলো সবচেয়ে কমন এবং বেশী ব্যাবহ্রিত ড্রিল বিট।





3. Long Drill Bit:

Long Drill Bit


এ ধরনের ড্রিল বিট সাধারন স্ট্যান্ডার্ড জবার ড্রিল বিট অপেক্ষা লম্বায় অনেক বড় হয়ে থাকে।




4. Extra-long Drill Bit:

Extra-long Drill Bit

এক্সট্রা-লং অর্থাৎ এগুলো বিশেষ ধরনের ড্রিল বিট যা লং ড্রিল বিটের থেকেও লম্বায় বড় হয়। সাধারনত বিশেষ ধরনের কাজের জন্য এই ধরনের ড্রিল বিট প্রয়োজন হয়।




ড্রিল বিটের স্যাঙ্কের ডিজাইন অনুসারেঃ

1. Straight Shank Drill Bit:

Straight Shank Drill Bit

এ ধরনের ড্রিল বিটের স্যাঙ্ক সোজা বা স্ট্রেইট হয়ে থাকে।






2. Mores Taper Shank Drill Bit:

Mores Taper Shank Drill Bit

এ ধরনের ড্রিল বিটের স্যাঙ্ক সাধারন ড্রিল বিটের মত সজা না হয়ে টেপার হয়ে থাকে। সাধারনত বেশী ডায়ামিটারের ড্রিল বিটের স্যাঙ্ক এ ধরনের হয়ে থাকে।






অন্যান্য কার্জ কারিতা ও ফিচারের ভিত্তিতে বিভিন্ন ধরনের ড্রিল বিটঃ

1. Countersink Drill Bit:

Countersink Drill Bit

হোলের মুখে কাউন্টারসিঙ্ক তৈরি করার জন্য এই ধরনের ড্রিল বিট ব্যবহার করা হয়।






2. Counter-bore Drill Bit:

Counter-bore Drill Bit

হোলের মুখে কাউন্টারবোর তৈরি করার জন্য এই ধরনের ড্রিল বিট ব্যবহার করা হয়ে থাকে।





3. Center Drill Bit:

Center Drill Bit

ড্রিলিং করার আগে হোলের সেন্টার তৈরি করার জন্য সেন্টার ড্রিল বিট ব্যবহার করা হয়। এতে করে হোলের লোকেশান ঠিক থাকে।





4. Step Drill Bit:

Step Drill Bit

একই হোলে ভিন্ন ভিন্ন ডায়ামিটার একই অপারেশনে করতে স্টেপ ড্রিল বিট ব্যবহার করা যেতে পারে।






5. Taper Drill Bit:

Taper Drill Bit

ওয়ার্কপিসে টেপার হোল করতে টেপার ড্রিল বিট কাজে লাগে।






6. Coolant Through-hole Drill Bit:

Coolant Through-hole Drill Bit

এ ধরনের ড্রিল বিটের বডির মধ্যে এক্সিস বরাবর উপর থেকে নীচ পর্যন্ত ছিদ্র করা থাকে যার মধ্যে দিয়ে কাটিং এজে সরাসরি কুল্যান্ট সরবরাহ করা যায়। এতে করে ড্রিল বিটের কার্যকারিতা এবং স্থায়িত্ব বেড়ে যায়।






7. Ejector Drill Bit:

Ejector Drill Bit

লার্জ এবং ডীপ হোলে করার জন্য এই ধরনের বিশেষ ড্রিল বিট ব্যবহার করা হয়। এগুলো টিউব আকৃতির হয়ে থাকে এবং ড্রিলের মধ্যে দিয়ে চিপ অপসারন করা হয়ে থাকে।



8. BTA Drill Bit:

BTA Drill Bit

BTA (Boring and Trepanning Association) ড্রিল বিট/ STS (single tube system) ড্রিল বিট, এক ধরনের ইজেক্টর ড্রিল বিট। তবে এতে একটি মাত্র ড্রিল টিউব থাকে।




9. Gun Drill Bit:

Gun Drill Bit

বিশেষ ধরনের ড্রিল বিট যা স্ট্রেইট ফ্লুটের এবং সাধারন ড্রিলের থেকে অনেক লম্বা হয়ে থাকে অর্থাৎ ডীপ হোল করার জন্য গান ড্রিল ব্যবহার করা হয়।




10. Core Drill Bit:

Core Drill Bit

এ ধরনের ড্রিল বিট ব্যবহার করে হোলের কোর ইন্ট্যাক্ট রেখে হোল করা যায়।






11. Micro Drill Bit:

Micro Drill Bit

ক্ষুদ্রাকৃতির ছিদ্র যা সাধারনত ১ মিলিমিটারের থেকে কম, এমন ছিদ্র করার জন্য মাইক্রো ড্রিল কাজে লাগে।

Recent Posts

See All
কাটিং টুলসঃ কোটিং ম্যাটেরিয়াল

কাটিং টুলের কার্যকারিতা এবং লংজিভিটি বাড়ানোর জন্য সিরামিক ম্যাটেরিয়ালের কোটিং ব্যবহার করা হয়ে থাকে। হাই স্পিড স্টিল এবং কার্বাইড দুই...

 
 
 

Comments


bottom of page